রাজশাহী ব্যুরো
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী ২১ জুন রাজশাহী সিটি করর্পোরেশন নির্বাচনে দলের কোন নেতাকর্মী অংশগ্রহণ করলে তাদের দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হবে। তাকে আর বিএনপির রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। গতকাল রোববার সকালে মহানগরীর মালোপাড়া এলাকায় অবস্থিত মহানগর বিএনপির কার্যলয়ে সংবাদ সম্মেলনে তিনি হুশিয়ারি দিয়ে এ কথা বলেন তিনি। বিশেষ করে দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে মহানগর বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, বর্তমান সরকার ও নির্বাচনের কমিশনের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। এই নির্বাচন ভোট ডাকাতি এবং প্রহসনের নির্বাচন হবে। আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন এবং এই নির্বাচন কমিশন ভেঙে দিয়ে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, গত ১৯ মে পুঠিয়া উপজেলার শিবপুরের জনসভা শেষ করে বাড়িতে ফেরার পথে বিএনপি ও সহযোগী সংঠনের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এভাবে বিনা করণে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। গ্রেপ্তার সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করের বিএনপির এই কেন্দ্রীয় নেতা ।
সংবাদ সম্মেলনে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, জেলা বিএনপির আহŸয়ক আবু সাইদ চাঁদ, নগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ প্রমুখ।