মোস্তফা খান, নরসিংদী
নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন ও আমিরগঞ্জ ইউনিয়নের সংযোগ সড়কের উপর নির্মিত সেতুর দুই পাশে মাটি সরে গেছে। ফলে সেতুতে উঠার মূলে ইট সরে গিয়ে পিচ ঢালাই ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে জিবনের ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। জানা যায়, প্রায় আট বছর আগে ২কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। চর আড়ালিয়া ইউনিয়নবাসীর প্রধান সড়ক হওয়ায় এই সেতু দিয়ে প্রতিদিন শত শত মানুষ আসা যাওয়া করে। সি.এন.জি, অটোসহ বিভিন্ন যানবাহন এই সেতুর উপর দিয়ে ঝুকিপূর্ণ ভাবে চলাচল করছে। প্রায়ই গাড়ি উল্টে পড়ে গিয়ে দুর্ঘটনা শিকার হচ্ছে। অটো রিক্সা চালক আহমদ বলেন, চর আড়ালিয়া ও আমিরগঞ্জ ঈউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নের লোকজন এই সেতুর উপর দিয়ে চলাচল করে। এই সেতুর উপর দিয়ে গাড়ি উঠানো ও নামানোর সময় প্রায়ই গাড়ি উল্টে পড়ে যায়। ফলে আমরা গাড়ি চালাতে গিয়ে মারাত্মক ঝুঁকির মধ্যে আছি। খলাপাড়া গ্রামের মুরাদ সরকার বলেন, সেতুর দুই পাশে মাটি সরে বড় ভাঙনের সৃষ্টি হওয়ায় আমাদের চলাফেরা করতে অনেক সমস্যা হচ্ছে। দিন দিন ভাঙন বড় হচ্ছে। দ্রæত এটা সংস্কার প্রয়োজন। চর আড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার বলেন, এই সেতুর উপর দিয়ে হাজার মানুষ চলাচল করে। প্রায় প্রতিদিনই এই সেতুর উপর দুর্ঘটনা ঘটছে। বর্তমানে এটি একটি মরণ ফাঁদে পরিনত হয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত ফসল আনা নেওয়ার ক্ষেত্রে মারাত্মক সমস্যায় পড়ছে। এই সেতু সংস্কার না করার কারনে এবং চর আড়ালিয়া ইউনিয়নে পাকা রাস্তা না থাকায় এই এলাকার উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অতি দ্রæত সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে রায়পুরা উপজেলা প্রকৌশলী শামিম ইকবাল মুন্না বলেন, সেতুটি ২০১৩-২০১৪ অর্থ বছরে আই আর ডিবি প্রকল্প থেকে নির্মাণ করা হয়েছে। এটির দৈঘ্য ১৪০ মিটার। এটি নির্মাণে ব্যয় হয়েছিল ২ কোটি টাকার উপরে। বর্তমান অর্থ বছরে আফনান প্রকল্প থেকে সেতুটি মেরামত করে দেওয়া হবে। আশা করছি জুলাই মাসে কাজটি সম্পন্ন হবে।
মঙ্গলবার, মে ৩০
সংবাদ শিরোনাম
- যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ১৬
- তাপপ্রবাহ আরও বাড়তে পারে
- বিএনপি নেতা আমান-টুকুর সাজা বহাল
- সৌদি পৌঁছেছেন ৩৩ হাজার ৭৩৫ হজযাত্রী
- মাগুরায় জুয়া খেলায় আটক ৭
- আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন করল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ
- চাঁপাইনবাবগঞ্জে আসামি পালানোর ঘটনায় ৬ পুলিশ সদস্য ক্লোজড: তদন্ত কমিটি গঠন
- অবশেষে রুয়েট উপাচার্যের পদত্যাগ