নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার লোচনপুর বাজারের মামুন ট্রেডার্স নামে একটি কীটনাশকের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে দোকান মালিক আবু সিদ্দিক গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল হাসপাতালের বার্ন ইউনিয়টে চিকিৎসাধীন রয়েছেন। অগ্নিকান্ডে দোকানের সকল মালামাল পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দোকান মালিকের দাবী। গতকাল রবিবার ভোর ৫টায় উপজেলার লোচনপুর বাজারের খালেক সুপার মার্কেটে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদশীরা জানান, ঘটনার দিন ভোরে ফজরের নামাজ পড়তে মুসুল্লিরা মসজিদের উদ্দেশ্যে রওয়ান দিলে দেখতে পান দোকানের উপর আগুন দাও দাও করে জ্বলছে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুইটি দোকানে। এ সময় মুসুল্লিদের আত্মচিৎকারে আশে পাশের লোকজন এসে আগুন নিভানোর চেষ্ঠা করে এবং রায়পুরা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস ও এলাকার লোকজন দীর্ঘক্ষণ চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। খবর পেয়ে দোকান মালিক আবু সিদ্দিক এসে দোকানের সাটার খোলার সময় ভেতরের আগুন এসে তার শরীরে লেগে যায়। এ সময় তার শরীরের প্রায় ৮০ভাগ পুরে যায়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের গোলযোগের জন্য এ আগুনের সূত্রপাত ঘটে।