নরসিংদী প্রতিনিধি
আমরা কন্যা শিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে বৃহস্পতিবার সকালে নরসিংদীর রায়পুরায় র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়। র্যালিটি মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলা পরিষদ এলাকা সহ সদর এলাকার বিভিন্ন গলি প্রদক্ষিন শেষে পরিষদ চত্বরে এসে সমাপ্ত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ প্রমূখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বণি আমিন খান, মৎস কর্মকর্তা হাবিবুর রহমান ফরহাদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা খলিলুর রহমান সজিব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, রায়পুরা থানার পুলিশ পরির্দশক (অপারেশন) আতাউর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার ইখতেখার উদ্দিন প্রমূখ।