নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ খান নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক। সি.এইচ.সি.পি. জিয়াউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুমানুর নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন, রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গৌবিন্দ সরকার, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন প্রমূখ।