মহিউদ্দিন মিলন, রায়পুর (ল²ীপুর) প্রতিনিধিঃ
ল²ীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত ঘরে হামলা ভাংচুর সহ, একই পরিবারের ৫ জন কে পিটিয়ে আহত করে ৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকা লুট করার অভিযোগ উঠেছে। একই বাড়ির মামুন সরদার , সোহেল, রাকিব, নবীর হোসেন, মাকসুদা ও মুক্তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ৫ ই অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ২ নং উত্তর চর বংশী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড সরদার বাড়িতে। আহতরা হলেন শামছুর নাহার,আল আমিন,ইদ্রিস আলী সরদার, আমেনা, জাহাঙ্গীর হোসেন, জুবায়ের সরদার, ভুক্তভোগী শামছুর নাহার বলেন। দীর্ঘদিন ধরে আমাদের বসত বাড়ির জায়গা জমিন নিয়ে যায় জামেলা হচ্ছে। একই বাড়ির ইউসুফ সরদার এর পরিবারে সাথে। এ নিয়ে একাদিক বার স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান সালিশ করলেও , তারা কাউকে তোয়াক্কা করেনা। এ বিষয়ে রায়পুর থানায় একটি অভিযোগ দায়ের করা আছে,। আজ আমার ছেলে আল আমিন বাড়িতে আসার পরে তারা অযথা কথা কাটাকাটি করে আমার ছেলেকে প্রাণনাশের হুমকি দেয় । এবং এক পর্যায়ে আমাদের ঘরে ঢুকে ঘর ভাংচুর করে এবং রড় দিয়ে এলোপাতাড়ি ভাবে আমার ছেলে,মেয়ে সহ আমাদের ৫ জন কে মারতে থাকে। এবং এক পর্যায়ে মারামারির ভিতরে আমাদের আলমারিতে রাখা ঘর নির্মাণ কাজের জন্য ৪ লক্ষ টাকা আলমারি ভেঙে নিয়ে যায়। আমাদের চিৎকার শুনে এলাকার লোকজন আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়া এসে উদ্ধার করে ৫ জনকে রায়পুর সরকারি হসপিটালে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্ত মামুন, সোহেল ও রাকিব সরদার এর সাথে কথা বললে তারা ঘটনার সত্যতা শিকার করেন, পরিশেষে ভুক্তভোগী শামছুর নাহার বলেন আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি এবং প্রশাসনের নিকট অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি ।