অনলাইন ডেস্ক:
রাশিয়া থেকে ব্যারেল প্রতি ৬০ ডলারে তেল কেনার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা। পশ্চিমাদের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের ‘একটি দুর্বল অবস্থান’ বলে অভিহিত করেছেন।
স্থানীয় সময় শনিবার (৩ ডিসেম্বর) রাতে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে বিশ্বের সব দেশেরই ব্যাপক ক্ষতি করেছে।
এদিকে, রাশিয়ার তেলের দাম বেঁধে দেওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জি-সেভেনকে সতর্ক করেছে মস্কো। রুশ পার্লামেন্টের নিম্ন-কক্ষের পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান লিওনিদ স্লাটস্কি বলেছেন, এরকম করা হলে ইউরোপীয় ইউনিয়ন তাদের নিজেদের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। এটি চলমান বাজারের আইনও লঙ্ঘন করছে বলেও দাবি করেন তিনি। সূত্র- বিবিসি।