রূপগঞ্জে পাউবি’র জায়গা দখলে নিয়ে টেক্সটাইল মিল স্থাপন!

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রেজাউল ইসলাম:

নারায়নগঞ্জের রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ড(পাউবি)র জায়গা দখল করে টেক্সটাইল মিল স্থাপন করা হয়েছে। এই মর্মে অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সরেজমিনে এসে তাদের নিজস্ব সার্ভেয়ার দ্বারা জায়গা মেপে  বের করে ডিমার্গেসন করেছেন। একইসাথে পাউবো কর্তৃপক্ষ দখলকারি টেক্সটাইলের  মালিক ও কর্তৃপক্ষকে বিল্ডিং ভাঙ্গার নির্দেশ প্রদানও করেছেন। অথচ মিল কর্তৃপক্ষ সে সকল নির্দেশনা উপেক্ষা করে ভবনটি অদ্যবধি  পর্যন্ত না ভেঙ্গে স্থাপনাটি দৃশ্যমান রেখেছেন। এ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন।

জানাযায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার ৬ নং ওয়ার্ড বরপা  বাজার থেকে মাসাবো রোডস্থ আরিয়াবো মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ২. ৯৮ শতাংশ জমি দখলে নিয়ে দির্ঘদিন যাবত ব্যবসা পরিচালনা করে আসছে এইচ এইচ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব হোসেন।

স্থানীয়রা জানায়, সোহরাব হোসেন রূপগঞ্জের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর হস্তক্ষেপে  ও  ময়মনসিংহের আঞ্চলিক পত্রিকা দৈনিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক খাইরুল আলম রফিককে (পিআরও)ফ্যাক্টরির দায়িত্বে রেখে  ও স্থানীয় ৬ নং ওয়ার্ড  কমিশনার জাকারিয়া মোল্লাকে মাসিক মাসোয়ারা দিয়ে অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে নিশ্চিন্তে ব্যবসা করে আসছেন দখলবাজ সোহরাব হোসেন।

এ বিষয়ে কথা বলতে চাইলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জ জেলার  দায়িত্বে থাকা  এসও এনামুল হক জানান, তারা সরেজমিনে এসে পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব সার্ভেয়ার দ্বারা  এইচ এইচ  টেক্সটাইলের অবৈধভাবে দখলকৃত ২. ৯৮ শতাংশ জায়গা মেপে  বের করে ডিমার্গেসন করেছেন এবং টেক্সটাইলের  মালিক ও কর্তৃপক্ষকে বিল্ডিং ভাঙ্গার নির্দেশ দেয়েছেন। কিন্তু মিল কর্তৃপক্ষ কৌশলগতভাবে তাদের সকল নির্দেশনা মেনে নিলেও পরবর্তীতে তা না ভেঙ্গে অদ্যবধি  পর্যন্ত অবৈধ স্থাপনাটি দৃশ্যমান রেখেছেন।

অপরদিকে ফ্যাক্টরির এজিএম  মনিরের সাথে কথা বললে অবৈধভাবে  জায়গা দখলের সত্যতা স্বীকার করে তিনি বলেন বিষয়টি আমি জানি তবে আমার ঊর্ধ্বতন  কর্তৃপক্ষ  তারাবো  পৌরসভাকে  একটি চিঠি দিয়েছেন, সেখানে কি লেখা ছিল আমি জানিনা।

চিঠির বিষয়টি নিশ্চিত করতে তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড  এম আনোয়ারের নিকট জানতে চাওয়া হইলে তিনি বলেন, মিল কর্তৃপক্ষ আমাদেরকে চিঠি দিয়েছে কিনা জানিনা।  আর চিঠি দিয়ে থাকলেও  আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ বিগত ৫ আগস্ট এর পরে  পৌরসভার সমস্ত কাগজপত্র পুড়ে দিয়েছে উগ্রপন্থীরা । তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে  আমরা অবগত আছি যে এইচ  এইচ  টেক্সটাইলের মালিক  সোহরাব  হোসেন  পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করে সেখানে বিল্ডিং উঠিয়ে  দেদারছে ব্যবসা   করে যাচ্ছেন। তিনি বলেন সরকারি সম্পত্তি যে কেউই হোক না কেন অবৈধভাবে দখল করা সম্পূর্ণ বেআইনি ।

বিষয়টি নিয়ে এইচ এইঢ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব হোসেনের সাথে সাক্ষাৎ করতে  চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা না বলে কৌশলে এরিয়ে যান।  সুতরাং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুদৃষ্টি কামনা করছেন সচেতন মহল।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement