রূপগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শহীদ গোলাম রশিদ বকুল ও আবু মোহাম্মদ সাইম স্মৃতি সংঘের প্রতিষ্ঠা সভাপতি মো. মনির হোসেন দেওয়ান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন- রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী, ভোলাব ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটো, সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াদুল ভুঁইয়া, ভোলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান মিয়া, যুগ্ন আহ্বায়ক চাঁন মিয়া, ভোলাব শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম, আব্দুল করিম মাস্টার, আকতার হোসেন, ফায়েজ আহমেদ, মনির হোসেন মেম্বার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধারা জীবন ও রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছে। তাদের আজীবন সম্মান দিতে হবে। তারাই এদেশের স্বাধীন পতাকা ও মানচিত্র এনে দিয়েছেন। ১৯৭১ সালের এই দিনে মহান স্বাধীনতার যুদ্ধে রূপগঞ্জের রূপসী এলাকার বাসিন্দা গোলাম রশিদ বকুল ও ভোলাব এলাকার বাসিন্দা আবু মোহাম্মদ সাইম পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে নিহত হন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, রূপগঞ্জের ৪জন মুক্তিযোদ্ধার নামে চারটি সড়কের নামকরণ করার অনুমোদন হলেও অদ্যবধি স্মৃতিফলক স্থাপন হয়নি।খুব শিগগির ওই চার মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ করা হবে। মুক্তিযোদ্ধাদের সংগঠন শক্তিশালী করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *