বিশেষ প্রতিনিধি
পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকে’র সহযোগিতায় রোটারী ক্লাব অব বগুড়া করতোয়ার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ৫টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিকালে জলেশ্বরীতলা¯’ রোটারী ক্লাব করতোয়ার অ¯’ায়ী কার্যালয়ে হুইল চেয়ার বিতরণ উপলক্ষ্যে এক অনাড়ম্বর অনুষ্ঠান ক্লাব প্রেসিডেন্ট জাহেদ শওকত চৌধুরী উদয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন পিপলস্ এইড ইন্টারন্যাশনাল ইউকে’র চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজ ও পরিচালক মিসেস সেলিনা আক্তার। অনুষ্ঠানে আরও উপ¯ি’ত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়া করতোয়ার পাষ্ট প্রেসিডেন্ট রোটা: রেজাউল বারী ঈসা, রোটা: রেজাউল করিম ডল, রোটা: আলহাজ্ব মোঃ ইমতিয়াজ, রোটা: জহুরুল হক, রোটা: সালাউদ্দিন নাহিদ, রোটা: ইসতিয়াক আহম্মেদ ইসতি, রোটা: জাহিদ হোসাইন খোকন, রোটা: সুরাইয়া বারী সৈয়দ, রোটা: শফিউল ইসলাম খোকন, রোটা: আব্দুর রব, রোটা: জিয়াউর রহমান, রোটা: সৈয়দ ফজলে রাব্বী ডলার, রোটা: তৌহিদ বিন আনিস, রোটা: সৈয়দা তাহমিনা পারভীন শ্যামলী, রোটা: সেলিম উদ্দিন ও বগুড়া রোটারী ক্লাবের সদস্য রোটারিয়ান সাজেদুল বারী লিখন প্রমূখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি পিপলস্ এইড ইন্টারন্যাশনাল ইউকে’র চেয়ারম্যান ও রোটারী ক্লাব করতোয়ার প্রাক্তন জয়েন্ট সেক্রেটারী জাহাঙ্গীর ফিরোজ বলেন, আমি দীর্ঘসময় ধরে ইংল্যান্ডে প্রবাসী জীবন অতিবাহিত করলেও আমার দেশের অসহায় হতদরিদ্র মানুষের জন্য কিছু করার তাগিদ সবসময় অনুভব করি। আর সে কারণেই প্রতিবন্ধী মানুষদের মাঝে আজ হুইল চেয়ার বিতরণ করতে পেরে আমি আনন্দবোধ করছি। তিনি আরও বলেন দেশে থাকা অব¯’ায় করতোয়া রোটারী ক্লাবের সাথে যুক্ত থাকার কারণে একজন প্রাক্তন রোটারীয়ান হিসেবে সর্বদায় করতোয়া রোটারী ক্লাবের প্রতি আমার আত্মার টান অনুভব করি। যে কারণে আমি দেশে এসে করতোয়া রোটারী ক্লাব বগুড়ার মাধ্যমে আজ অসহায়-হতদরিদ্র মানুষদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলাম। সেই ভাবে আগামীতেও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করার প্রতিশ্রতি ব্যক্ত করছি। এরপর ক্লাব প্রেসিডেন্ট রোটা: জাহেদ শওকত চৌধুরী উদয়ন আমন্ত্রিত অতিথিদ্বয় সহ রোটারিয়ানদের নিয়ে ৫ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে ৫টি হুইল চেয়ার বিতরণ করেন।