এ.কে আজাদ, ল²ীপুর
ল²ীপুরের ১৪ নং মান্দারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ সমাজপুর গ্রামের মৃত হাফেজ উল্যাহ ভুঁইয়ার ছেলে জামাল হোসেন ভুঁইয়ার দখলীয় সম্পত্তির উপর জোরপূর্বক ইমারত বেষ্টিত নির্মান কাজ চালিয়ে যাচ্ছে তার সৎ ভাই বেল্লাল, আনোয়ার ও কামাল হোসেন ভুঁইয়া। এ ব্যাপারে ভুক্তভোগী জামাল হোসেন ভুঁইয়া সাংবাদিকদের বলেন, তার বাবা মরহুম হাফেজ উল্যাহ ভুঁইয়া তার জীবদ্দশায় এই জমিটি খরিদ করে দেন বসবাসের জন্য। প্রায় দুই যুগের বেশি জামাল ভুঁইয়া এই বাড়ীতে বসবাস করছেন। হঠাৎ করেই অভিযুক্ত ওই সৎ ভাইয়েরা নাম সর্বস্ব একটি নোটারী পাবলিক এভিডেভিটের মাধ্যমে প্রমান করাতে চায়,তাদের সকলের বাবা ওই মরহুম হাফেজ উল্যাহ ভুঁইয়া মৃত্যুর আগে নালিশী তফসিল তাদের নামে হস্তান্তর করে গেছেন। এদিকে জামাল হোসেন ভুঁইয়া গংরা এসব বিষয় আদালতের শরণাপন্ন হলে গত ৯/৬/২০২২ ইং তারিখে বিঙ্ঘ আদালত অভিযুক্তদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।উক্ত আদেশ অমান্য করে পুর্বের ন্যায় আবারো ইমারত নির্মাণ কাজ চালাতে দেখে ভুক্তভোগীরা ৯৯৯ এর শরনাপন্ন হন এবং চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে যান। ভুক্তভোগী পরিবারটি আরো জানান,ইতোমধ্যে তার সৎ ভাই বিভিন্ন ধরনের হুমকি ধমকি অব্যাহত রেখেছে এবং যে কোন মুল্যে নির্মান কাজ সম্পন্ন করবে বলে মহড়া চালিয়ে যাচ্ছে। যে কোন মুহুর্তে তাদের দ্বারা বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকায়,আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি কামনা করছেন বলে ও আমাদের প্রতিবেদককে জানিয়েছেন।