শাহীন চৈাধুরী
পবিত্র রমজানে সমাজের পিছিয়ে পড়া মানুষদের মধ্যে নিজ হাতে ইফতার ও ঈদ-উপহার সামগ্রী বিতরণ করেন অধ্যক্ষ এম.এ.সাত্তার ট্রাস্টের চেয়ারম্যান, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি, রাজনীতিবিদ, সমাজসেবক-শিক্ষানুরাগী এবং মানুষ গড়ার কারিগর অধ্যক্ষ এম. এ. সাত্তার।
গত (২৫ এপ্রিল) সোমবার লক্ষ্মীপুর জেলার মান্দারী বাজারসহ বিভিন্ন এলাকায় ইফতার ও ঈদ-উপহার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার ও ঈদ-উপহার সামগ্রী পেয়ে এলাকার হতদরিদ্র মানুষরা খুব খুশি। তারা বলেন, আমরা প্রতি বছর এ ধরনের সহায়তা পেয়ে আসছি। অধ্যক্ষ এম. এ. সাত্তার এর মতো সব বিত্তশালীরা যদি এমন হতো তাহলে গরিবদের রোজা পালনে কষ্ট কমে যেত।
গরিবের ঈদ আরও আনন্দময় হতো। সবারই উচিত সাধ্যমত অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফুটানো। সরজমিনে জানা যায়, অধ্যক্ষ এম. এ. সাত্তার ইফতার ও ঈদ-উপহার সামগ্রী বিতরণ, বিভিন্ন দুর্যোগে ত্রাণ সহায়তা ও এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারি সুবিধার বাহিরে একজন জনপ্রতিনিধির এ ধরনের কার্যক্রম দৃষ্টান্ত হয়ে থাকবে।