লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামেকে লালমনিরহাট সার্কিট হাউজে শুভেচ্ছা জ্ঞাপন এবং গার্ড অব অনারের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে অফিসিয়ালি দায়িত্ব হস্তান্তর করেছেন সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি জনাব আবিদা সুলতানা বিপিএম, পিপিএম। একই সাথে বিদায়ী পুলিশ সুপার আবিদা সুলতানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার লামনিরহাটের পুলিশ লাইন্সের ড্রিলসেডে বিশেষ এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার জনাব আবিদা সুলতানা বলেন, নতুন কর্মস্থল ময়মনসিংহ রেঞ্জে যোগদানের উদ্দেশ্যে লালমনিরহাট জেলা পুলিশ সুপারের দায়িত্ব নবাগত পুলিশ সুপার কে অর্পণ করছি। বিগত দুই বছর আটমাস এই জেলায় দায়িত্ব পালনকালে লালমনিরহাট জেলা পুলিশের প্রতি সহযোগিতা অব্যহত রাখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলা পুলিশের নতুন অভিভাবক মোহাম্মদ সাইফুল ইসলাম তার গুরুত্বপূর্ণ বক্তব্যে পুলিশ কর্তৃক সাধারণ জনগণের পুলিশি সেবার মান বাড়ানোর কথা উল্লেখ করেন। তিনি জানান, পুলিশ মানুষের বন্ধু। প্রতিটি পুলিশ সদস্যকে এই বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে, যাতে পুলিশের প্রতি মানুষের আস্থা অবিচল থাকে। একইসাথে জেলা পুলিশের কল্যাণের ক্ষেত্রে শতভাগ নিশ্চিত করণের প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় সদ্য যোগদান করা পুলিশ সুপারসহ জেলা পুলিশে কর্মরত অফিসার মোঃ রবিউল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ), মোহাম্মদ আতিকুল হক (অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস), মারুফা জামাল (অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল) সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্মতাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবিদা সুলতানাকে পুষ্প সজ্জিত একটি গাড়িরশি দিয়ে টেনে পুলিশ লাইন্স সম্মুখ রাস্তার মূল ফটক পর্যন্ত এগিয়ে দেন পুলিশের সহকর্মীরা। শুভেচ্ছা শেষে নবাগত পুলিশ সুপারকে সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করা হয়। গত মঙ্গলবার ২৩ শে আগস্ট বিকেল নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম যোগদান করেন। এর আগে তিনি পুলিশ সুপার পুলিশ টেলিকম ঢাকায় কর্মরত ছিলেন। উল্লেখ্য, সদ্যবিদায়ী জনাব আবিদা সুলতানার বিশেষ উদ্যোগে জেলার হাতীবান্ধায় বাংলাদেশের প্রথম পুলিশ জাদুঘর স্থাপন করে দেশব্যাপী ব্যাপকভাবে আলোচিত হন। এতে পুলিশ পরিবার ও জেলাবাসীর পক্ষ থেকে ভালবাসা ও সম্মান অর্জন করেন।