লালমনিরহাট প্রতিনিধি
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনটি শুরু করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান শেষে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা ও আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে লালমনিরহাটে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে লালমনিরহাট জেলা ছাত্রলীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে গিয়ে শেষ হয়। পরে ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মো. রাশেদ জামান বিলাস-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো. মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, লালমনিরহাট পৌরসভার মেয়র মো. রেজাউল করিম স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্করসহ লালমনিরহাট জেলা ও উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আরিফ ইসলাম।