লালমনিরহাট প্রতিনিধি :লালমনিরহাট গতকাল মঙ্গলবা সকালে পুলিশ অফিসার্স মেস এর শুভ উদ্বোধন করা হয়েছে। এতে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ অফিসার্স মেস এর শুভ উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার এ-সার্কেল অফিসের পুরাতন ভবনটি সংস্কার করে পুলিশ অফিসারদের জন্য “পুলিশ অফিসার্স মেস” প্রতিষ্ঠা করা হয়েছে।