শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নে ১০৮৩ জন জেলের মাঝে ভিজিএফের চাউল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। নড়িয়া উপজেলায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ আহরন নিষিদ্ধ সময়ে বিরত থাকায় সরকারের বিশেষ উদ্যোগে জেলে পরিবারের সহায়তার লক্ষ্যে ঘড়িষারের সুরেশ্বর ১ নং ওয়ার্ডের মাছ ঘাটে ১২৭ জন জেলের মাঝে ২০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করে এর উদ্বোধন করা হয়। এসময়ে জেলেদের মাঝে বিনামূল্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গত সোমবার (৪অক্টোবর) বিকেল ৫ টায় নড়িয়ার সুরেশ্বর ঘাটে এই চাল বিতরণ করা হয়। শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামানের সভাপতি হয়ে জেলেদের মাঝে চাল তুলে দেন।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার সহ আরো বক্তরা বলেন, মৌসুমে সরকার মাত্র ২২ দিনের জন্য ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়েছিল। জেলেরা এই সময়ের মধ্যে ইলিশ শিকার বন্ধ করায় তাদের জন্যই ভালো হবে। কেননা এতে নদীতে মাছের পরিমান বৃৃদ্ধি পাবে। ফলে জেলেরাই আর্থিকভাবে লাভবান হবে। নিষিদ্ধ সময়ে ১টি ইলিশ মাছ ধরার অর্থ হলো হাজার হাজার ইলিশ মাছকে ধ্বংস করা। ২৫অক্টোবর পর্যপ্ত ইলিশ মাছ না ধরার জন্য সকল জেলেকে বলা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে শরীয়তপুর জেলায় সব থেকে বেশি মৎসজীবি দিয়েছে সব থেকে বেশি বিজিএফ এর চাল দিয়েছে।৩৮০ মেট্রিকটন চাল পেয়েছে শরীয়তপুর জেলার মৎস্য চাষিরা তাই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাই এ সময় কোন প্রকার মা ইলিশ ধরা, মজুদ করা, এবং বিক্রি করা যাবে না। চাল বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা মৎস কর্মকর্তা প্রণব কুমার, নড়িয়া উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদি হোসেন, সুরেশ্বর নৌ পুলিশ ফাড়ি ইনচার্জ মনিরুল ইসলাম,ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রব খান সহ অন্যান্যরা।