শহীদ আবু সাঈদের মায়ের দোয়া নিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

স্টাফ রিপোর্টারঃ

জুলাই গণ-অভ্যুত্থানপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু হয়েছে। পদযাত্রার শুরুতে শহীদ আবু সাঈদের মায়ের দোয়া নিয়েছেন এনসিপির নেতারা।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শাহাদাত বরণকারী আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে।

শহীদ আবু সাঈদের মায়ের সঙ্গে একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সেখানে দেখা গেছে, আবু সাঈদের মা নাহিদ ইসলামের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিচ্ছেন।ওই ছবি শেয়ার করে ফেসবুকে নাহিদ ইসলাম লিখেছেন, ‘শহীদ আবু সাঈদের মা হাত বুলিয়ে দিচ্ছেন মাথায়। দোয়া করে দিচ্ছেন, সাহস দিচ্ছেন সামনে এগোবার। মায়ের এই দোয়া নিয়েই আজকে শুরু হলো এনসিপির সারা দেশব্যাপী জুলাই পদযাত্রার।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে নাহিদ ইসলামের সঙ্গে আরো অংশ নেন দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement