শাহিন চৌধুরী:
ঢাকা কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের পশ্চিম বামুনশুরের মসজিদ সংগ্লন পুকুরে অজ্ঞাতনামা কিশোরীর মরদের পাওয়া গেছে। বিভিন্ন এলাকা থেকে দেখতে আসেন শতশত মানুষ।
খবর পেয়ে ছুটে আসেন কেরানীগঞ্জ মডেল থানার আওতাধীন আটি বাজার পুলিশ ফাড়ীর এস আই খায়রুজ্জামানের নেতৃত্বে ঘটনা স্থলে আসেন একটি চৌকস টিম।মরদেহ পুকুর পারে তোলার পর মামলার প্রক্রিয়া চলছে।