মানিকগঞ্জ প্রতিনিধি
গতকাল শনিবার মানিকগঞ্জের সাটুরিয়ায় জান্না আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আনোয়ার হোসেনে’র উপর হামলা কারীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন শ্লোগানসহ বিদ্যালয় ক্যাম্পাস সড়কে মানববন্ধন করেছে শিক্ষকসমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও বিপুল সংখ্যক স্থানীয় এলাকাবাসী। এতে বক্তারা শিক্ষক আনোয়ারের উপর হামলাকারী ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমানকে দ্রæত গ্রেফতারের দাবি জানায়। মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জান্না উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: আফাজ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ছানিহুর আক্তার, জান্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, ফুকুরহাটি ইউপি সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন লাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন, যুবলীগ নেতা রফিকুল ইসলামসহ প্রমুখ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার জান্না উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনে সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন এবং ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান জিয়ার বাবা ফজলুর রহমান অংশ গ্রহণ করে, নির্বাচনে আফাজ উদ্দিন জয়লাভ করলে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান ও তার লোকজন বৃহস্পতিবার বিকেলে স্কুল মাঠেই বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনকে গালিগালাজসহ মারধর করে। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েক শতাধিক এলাকাবাসী জান্না বাজারে ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও তার শাস্তি দাবি করে সমাবেশ করে। এ ঘটনায় শুক্রবার বিকেলে শিক্ষক মো: আনোয়ার হোসেন ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান তার বাবা ফজলুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মামলা দায়ের করেছে।