নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভাগীয় পদোন্নতি ও নির্বাাচন কমিটির সদস্য সচিবের অব্যাহতিপত্রে শিক্ষা প্রকৌশলী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নেতৃবৃন্দকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রদানের প্রতিবাদে আজ আইডিইবি(ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স-বাংলাদেশ) ভবনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌশলী মো.সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো.জাফর আলী সিকদার, সহ-সভাপতি মো. কামরুজ্জামান নয়ন যুগ্ম সাধারণ মো. গোলাম সাকলাইন সাংগঠনিক সম্পাদক রতীশ চন্দ্র সেন, প্রচার সম্পাদক আব্দুর রহিম রাসেল, প্তর সম্পাক মো. রেজাউল হক,মো. মফিকুল ইসলাম নাহিদ সুলতানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন করার অশুভ উদ্দেশ্যে একটি মহল প্রধান প্রকৌশলী মহোদয়কে জড়িয়ে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ দা খিল করেছে, যা অত্যন্ত দু: খজনক। সমিতির নেতৃবৃন্দ বলেন, চলমান নিয়োগ যেহেতু শেষ হয়নি এজন্য নিয়োগ প্রক্রিয়া যাতে অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত মেধাবীরাই চাকরি পায় সেজন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান এবং ডিপ্লোমা প্রকৌশলী এর ২৫তম জাতীয় কাউন্সিলে, ৯টি জেলায় নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি ও চলতি দায়িত্ব প্রান , মন্ত্রণালয়ে দাখিলকৃত ৭৪৯৪ জনবল সম্বলিত অর্গাণোগ্রাম অনুমোন, সহকারী প্রকৌশলীর সকল শুন্যপদ চলতি ায়িত্ব প্রানসহ যে সকল ন্যায্য দাবি মাননীয় মন্ত্রী মহোয় বরাবর উপস্থাপন করা হয়েছিল, তা অবিলম্বে বাস্তবায়নের জন্য সভা হতে অনুরােধ জানানো হয়। সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ করা হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করার জন্য প্রতিবাদ সভায় সকল নেতৃবৃন্দ জোর দাবি জানান।