নিজস্ব প্রতিবেদক
শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ম্যানেজিং কমিটি/গভার্নিং বডিই থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ে থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না বিষয় যে গুজব ছড়িয়ে সেই বিষয় সর্তক করা হয়েছে। আগের মতোই ম্যানেজিং কমিটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ে থেকে জানানো হয় যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পাচ্ছেন বলে গুজব ছড়ানো হচ্ছে এটা সঠিক নয়। সঠিক হলো জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আগের মতই তারা শিক্ষা প্রতিষ্ঠান মনিটর করবে যেমন পূর্বে করতো। নতুন করে শিক্ষা মন্ত্রণালয়ে থেকে কোন নির্দেশনা দেয় হয়নি। এ বিষয় সবাইকে সর্তক থাকার জন্য বলা হয়েছে। ২০২০ সালে স্কুল, কলেজ ও মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি বিধিমালা ২০০৯ এর কোথাও সভাপতি বা সদস্য কতবার হতে পারবেন সে বিষয়ে কোন সুস্পষ্ট বিধান না থাকায়। এ বিষয়টি নজরে আসার পর হাইকোর্ট কোন স্কুল, কলেজ ও মাদ্রাসার গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্য হিসেবে কোন ব্যক্তি পরপর দুইবারের বেশি হতে পারবে না বলে অভিমত দিয়েছিলেন।