শিবচর, মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হুজ্জুত আলী বেপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রহমান মাদবর (১৫), ঝর্না বেগম (৩৫) রাজা মিয়া মাদবর (৫০), ইব্রাহিম মাদবর (৪০) ও তার স্ত্রী সোনিয়া বেগম (২৫)। এদের মধ্যে রহমান, ইব্রাহীম ও সোনিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে হুজ্জুত আলী বেপারীর কান্দির রশিদ মাদবরের সাথে একই এলাকার আমির হোসেন মাদবরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই নিয়ে আদালতে মামলাও চলছে। আজ সকালে বিরোধপূর্ণ জমিতে মাটি কাটা নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমির হোসেন মাদবর ও তার ভাই ইব্রাহিম মাদবর রশিদ মাদবরের ভাইয়ের ছেলে রহমান মাদবরকে ইট দিয়ে আঘাত করে। পরে রহমানের ভাই জাহিদ, তার মা ঝর্না বেগম এগিয়ে আসলে ঝর্না তাদেরকেও কুপিয়ে যখম করা হয়। খপরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে গেলে আমির হোসেন মাদবরের ভাই ইব্রাহীম মাদবর ও তার স্ত্রী সোনিয়া আহত হয়। পরে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে রহমান মাদবর, ইব্রাহীম মাদবর ও তার স্ত্রী সোনিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। রশিদ মাদবের ছোট ভাই খোকন মাদবর বলেন, জমিটা নিয়ে আদালতে মামলা চলছে। সকালে ইব্রাহীম মাদবর, আমির হোসেন মাদবর আমার ছেলে আর স্ত্রী উপর হামলা চালায়। আমরা থানায় অভিযোগ দিয়েছি। আমরা এর সঠিক বিচার চাই। এদিকে অপর পক্ষের আমির হোসেন মাদবর বলেন, আমাদের জমি নিয়ে তাদের সাথে দ্ব›দ্ব চলছিল। তারাই আজ সকালে আমাদের বাড়ির সামনে এসে আমাদের উপর হামলা চালায়। এতে আমার ভাই ও ভাইয়ের স্ত্রী আহত হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।