মুন্সীগঞ্জ প্রতিনিধি:
সরকার ঘোষিত লকডাউনে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট হতে সকল ধরনের লঞ্চ ও স্পিডবোর্ট চলাচল বন্ধ রয়েছে। তবে এ রুটে ফেরি চলাচল করছে। যাত্রীবাহী গণ পরিবহন বন্ধ থাকায় ঘাটে মানুষের নেই কোন চাপ । তবে পন্যবাহী গাড়ির ঘাটে কিছুটা চাপ রয়েছে। করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার (২২ জুন) থেকে মুন্সীগঞ্জ, মাদারীপুর সহ ঢাকার ৭টি জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। আর এ কারনেই মুন্সীগঞ্জের শিমুলিয়া আর মাদারীপুর জেলার কাঠালবাড়ি ঘাট হতে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। তবে লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারে নদীতে ফেরি চলাচল সচল রয়েছে। লকডাউন জেনেও বাড়িতে জরুরি প্রয়োজন থাকায় শিমুলিয়া ঘাটে এসেছেন মাদারীপুরের তৌহিদ ইসলাম। সে জানায় জরুরি প্রয়োজনে ঢাকার শ্যামলী হতে ভেঙ্গে ভেঙ্গে শিমুলিয়ায় ঘাটে আসেন তিনি। রাস্তায় বিভিন্ন স্থানে রয়েছে পুলিশি পাহাড়া। কয়েকস্থানে গাড়ি থামিয়েছেন। পুলিশকে খুব বুঝিয়ে শুনিয়ে আসতে হয়েছে তার। শিমুলিয়া ঘাট এলাকা হতে ঢাকামূখী যাত্রী নিরব আহমেদ জানান, ঘাটের একাধিক স্থানে পুলিশ পাহাড়ায় রয়েছে। তাই বাধ্য হয়ে জরুরি প্রয়োজনে এক বড় ভাইয়ের প্রাইভেটকারে চরে ঢাকা যাচ্ছি। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মহাসড়কের পাশেও বিভিন্ন স্থানে পুলিশ পাহাড়া রয়েছে। পুলিশ দূরপাল্লার কোন গাড়ি চলতে দিচ্ছেনা। এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের বিআইডবিøউটিএ কর্মকর্তা মো.সোলাইমান জানান, শিমুলিয়া ঘাট হতে সকল ধরনে স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় ঘাটে কোন যাত্রী চাপ নেই। তবে পন্যবাহী কিছু পরিবহন ঘাটে রয়েছে। মাওয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ সিরাজুল কবির বলেন, শিমুলিয়া বাংলাবাজার রুটে মঙ্গলবার সকাল হতে ১৪টি ফেরি চলছে। সকল ধরনের লঞ্চ স্পিডবোট ট্রলার চলাচল বন্ধ রয়েছে। তবে ঘাটে কোন যাত্রী চাপ নেই।