মুন্সীগঞ্জ প্রতিনিধি
সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রী ও যানবাহন শুন্য হয়ে পরেছে। রোববার (৪জুলাই) সকাল থেকে এ নৌরুটে ১৬টি ফেরি সচল থাকলেও ৮টি ফেরি চলাচল করছে। এদিকে যাত্রীশূন্য অবস্থা ও যানবাহনের পরিমাণ খুবই কম থাকায় এই নৌপথে ফেরির সংখ্যাও কমানো হয়েছে বলে জানা গেছে। বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, যাত্রীর চাপ নেই পুরো ঘাট খালি অবস্থায় আছে। তবে কিছু পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি পারাপার করা হয়েছে। যাত্রী ও যানবাহন না থাকায় ১৬টি ফেরির মধ্যে চলাচল করছে ৮টি ফেরি। যাত্রী বা যানবাহনের চাহিদা বাড়লে প্রয়োজনে ফেরির সংখ্যা বাড়ানো হবে। শিমুলিয়াঘাটে পারের অপেক্ষায় গাড়ি নেই যেসব গাড়ি আসছে এসব সরাসরি ফেরিতে যাতায়াত করছে বলে জানান তিনি।