ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, প্রশাসনে পদোন্নতির ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগের আনুগত্য নেই এমন কাউকে বিবেচনা করা হয় না। আজকে শুধু প্রশাসনে নয়, মসজিদ-মাদ্রাসায়ও তারা দলীয়করণ করছে। শনিবার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘রাজনৈতিক সংকট : উত্তরণ কোন পথে’ শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।নূর বলেন, মাদ্রাসা যারা চালায় তারা যদি সরকারবিরোধী মনোভাবের হয় তাহলে তাকে সরিয়ে দিয়ে সরকারের অনুগত লোককে দায়িত্ব দেয়া হয়। এই যে নোংরা দলীয়করণ, এটা হঠাৎ করেই বদলাবে না। এজন্য আমাদের দরকার রাজনৈতিক ঐক্যমতের।
আমাদের মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, এই যে বলা হয় শুধু রাজনৈতিক দলের দায়িত্ব, দেশের নাগরিক হিসেবে আপনাদেরও দায়িত্ব আছে। আজকের এই পরিস্থিতির জন্য আমি এবং আপনি দায়ী। বেলারুশে করোনার মধ্যে নির্বাচনে ভোট দিতে পারেনি বলে জনগণ রাস্তায় নেমে এসেছে। ২০১৪ এবং ২০১৮ সালে এরকম নির্বাচন হয়েছে এই দেশে। আমাদের জনগণ কিছুই করেনি।এই অবস্থা থেকে উত্তরণের জন্য জনগণকে মুখ্য ভূমিকা পালন করতে হবে’, বলেন নূর।