বিনোদন ডেস্ক
দেশের স্মার্ট সংগীতশিল্পী, সুরকার, সংগীত পরিচালক তাহসান খান। ব্যতিক্রমী ধাঁচের সুর ও কথার গান দিয়ে জয় করে নিয়েছেন কোটি দর্শকের মন। সেই তাহসান রহমান খান এখন একজন জনপ্রিয় অভিনেতাও। শুরুতে টুকটাক মডেলিং। এরপর নাটকে নিয়মিত হন। সেখানে সাফল্য পেয়ে আসেন সিনেমাতে। বড় পর্দাতেও প্রশংসিত হয়েছেন তাহসান। ১৮ অক্টোবর (সোমবার) তার জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তাহসান খান। পরিবারের সদস্য, বন্ধু-স্বজনদের পাশাপাশি ভক্ত ও সহকর্মীরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান নানা মাধ্যমে। এই ভালোবাসা উপভোগ করছেন বলে জানান তাহসান। ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন জনপ্রিয় শিল্পী তাহসান। ১৯৯৮ সালে বন্ধুদের সঙ্গে গড়া ‘বø্যাক’ ব্যান্ডে যোগ দেন তিনি। ২০১২ সালে তাহসান গঠন করেন ব্যান্ড ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’। এর মাঝে তাহসান নাম লিখিয়েছেন ছোটপর্দায়, কাজ করছেন সিনেমাতেও।
Add A Comment