রাজশাহী ব্যুরো
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যানেজার আনোয়ারুল করিম হেলালের পক্ষ থেকে ১০টি ফুটবল প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে রাসিক মেয়র মহোদয়ের হাতে ফুটবলগুলো তুলে দেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলোয়াড় রফিকুল হক মামুন। এ সময় ফুটবলগুলো রাজশাহী কিশোর একাডেমিকে প্রদান করেন মেয়র।
ফুটবল প্রদানকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, রাজশাহী কিশোর ফুটবল একাডেমির সভাপতি আরমান পারভেজ ধুলু, সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম জেড, রাজশাহী সিটি কর্পোরেশন বালক ফুটবল দলের কোচ ও রাসিকের ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজ শিমুল, ম্যানেজার নাজমীর আহম্মেদ আমান, রাজশাহী সিটি কর্পোরেশন বালিকা ফুটবল দলের কোচ জহির উদ্দিন ভোলা, ম্যানেজার শামসুজ্জামান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।