আমাদের কন্ঠ প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরম্নদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এ নিয়ে প্রায় অর্ধ শতাধিক মামলা তার বিরম্নদ্ধে দায়ের করা হয়েছে মর্মে একাধিক সূত্রে প্রকাশ। বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পেশাগত দায়িত্ব পালন কালে পুলিশের গুলিতে নিহত হয় ঢাকা টাইমস এর সাংবাদিক মো.মেহেদী হাসান। এ সংক্রাত্ম অভিযোগ এনে গতকাল বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে লিখিত আবেদন করেন নিহতের মামী রিজিয়া বেগম। আদালত আবেদনটি আমলে নিয়ে যাত্রাবাড়ি থানাকে নিয়মিত মামলা রম্নজুর আদেশ প্রদান করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৭৬)সহ ৩৪জনকে আসামী করা হয়।
মামলার অন্যান্য আসামীরা হলেন, ওবায়দুল কাদের (৭২) সাবেক সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ,আসাদুজ্জামান খাঁন কামাল (৭৪), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী , সাবেক আইনমন্ত্রী আনিসুল হক (৬৮), আনোয়ার হোসেন মঞ্জু (৮০)সভাপতি জাতীয় পার্টি (জেপি মঞ্জু),হাসানুল হক ইনু(৭৭)সভাপতি জাসদ, নূরম্নল মজিদ মাহমুদ হুমায়ুন(৭৪) সাবেক শিল্প মন্ত্রী.চৌধুরী আব্দুলস্নাহ আল মামুন(৬০),সাবেক মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ, মো.হারম্নন অর রশিদ সাবেক মহা পরিচালক র্যাব, আলমগীর খান শামীম,সহ-সভাপতি আদাবর থানা যুবলীগ, মো.শাকিল(৩৫),মো.আরাফাত হোসেন,মো.জাবেদ হোসেন মিঠু(৪৫),মো.মিজানুর রহমান(৪২),তাসভীর হোসেন শুক্কুর(২২),মো.ইউসুফ ওরফে রিপন(৩০), মো.জাভেল হোসেন পাপন(৪১),জুলফিকার আলী চৌধুরী(৪৪),মো.মনির(৬০), মো.কামাল(৩৯),মো.লালন(৩৮), মো.শ্যামল হাসান রম্নবেল, মো.স্জ্জাদ(৩৬),হুমায়ুন কবির ওরফে মিরাজ(৫০),খলিল(৪২),গিয়াস উদ্দিন(৬০),মো.নিজাম উদ্দিন শেখ (৪৮),মো.শাহীন হাওলাদার(৪৫), মাজহারম্নল ইসলাম দিপু,মো.আওলাদ হোসেন,মো.নূরম্নল কবির,জালাল উদ্দিন এবং আইয়ুব আলী হাওলাদার(৫২)। এছাড়াও অজ্ঞাতনামা ৭০-৮০জন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ৮০/১০০জনপুলিশ সদস্যদেরকে আসামি করা হয়েছে।