নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের দ্বন্দ্বের জেরে গোলাগুলিতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা অনুসারীর ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। এতে ক্ষুব্ধ মেয়র। ইউএনও, এসিল্যান্ড, এএসপি ও ওসির প্রত্যাহারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন তিনি। অন্যথায় কঠিন আন্দোলনের হুমকি দেন কাদের মির্জা।
শনিবার রাত ৯টায় কাদের মির্জার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এসব কথা বলেন বসুরহাট পৌরসভার মেয়র।কাদের মির্জা বলেন, আমি আবার শুরু করব, ছেড়ে দেব না। সত্য কথা থেকে আমি কখনও সরব না। আপনারা আমাকে সরাতে পারবেন না। কী করবেন, জেলে দেবেন? যা ইচ্ছা তাই করেন। ১০-১৫ সন্ত্রাসী প্রশাসনের পাহারায় এখানে তাণ্ডব চালাচ্ছে। ইউএনও, ওসির পাহারায় ডিসি, এসপির পাহারায়। এটা কী চালাচ্ছেন? কার রাজত্ব কায়েম করতে চান এখানে আপনারা?
সেতুমন্ত্রী ও বড়ভাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে তিনি বলেন, আপনাকে বললে আপনি বলেন চুপ থাক। কী বুঝাইতে চান আপনি? কী করতে চান আপনি? তারা বলে তাদের সাথেও আপনি কথা বলেন। আমারে বলেন যে তুমি যেভাবে বলবা সেভাবে হবে। তাদের বলেন, তোমরা যেভাবে বলো সেভাবে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ইউএনও, এসিল্যান্ড, ওসি ও এডিশনাল এসপি শামিমকে প্রত্যাহার না করা হয় তাহলে আমি কোম্পানীগঞ্জের মানুষকে নিয়ে আন্দোলন শুরু করব। আমেরিকা যাওয়ার কথা ছিল, আমি যাব না। আমি এর শেষ দেখে ছাড়ব। তারপর আমেরিকা যাব।
কাদের মির্জা আরও বলেন, যারা কোটি কোটি টাকা ঘুষ খেয়ে একতরফাভাবে কাজ করছে আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চান না। কী করতে চান, কী করতে চান আপনি? ২৪ ঘণ্টার মধ্যে এদের সরাতে হবে। অন্যথায় সব দায় দায়িত্ব আপনার। আপনার বিরুদ্ধে প্রয়োজনে আমরা কঠিন আন্দোলন গড়ে তুলব। ছেড়ে দেব না।