দৈনিক আমাদের কণ্ঠে”র স্টাফ রিপোর্টার ও পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাফর ইকবালের বাবা ও চরদুয়ানীর মঠেরখাল গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন (৭০) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বরগুনার পাথরঘাটা উপজেলার মঠেরখাল গ্রামে তার নিজ বাড়িতে শনিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ গুনগ্রাহী রেখে গেছেন। তিনি কিছু দিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। শনিবার বিকেল সাড়ে ৩টায় মঠেরখাল গ্রামে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে পাথরঘাটা প্রেসক্লাব গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।