মাহফিজুল ইসলাম রিপন
রংপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল পুনরায় চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ও গণস্বাক্ষর প্রদান করেছে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ। গতকাল বুধবার দুপুর ২টার দিকে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি ও মিল জোন এলাকার অন্তভূক্ত আখ চাষি,মিলের শ্রমিক- কর্মচারীসহ স্থানীয় দশ হাজার ছয় শত ব্যক্তির গণস্বাক্ষর প্রদান করা হয়। এসময় শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাদশা, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান,সহ-সভাপতি আব্দুল সাত্তার,অর্থ সম্পাদক আনিসুল ইসলাম, শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক লিটন মিয়া,দপ্তর ও প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম,সদস্য আব্দুল ওয়াহাব মিয়া প্রমুখ উপস্থিত ছিেেলন। স্মারক লিপি ও গণস্বাক্ষর প্রদান শেষে শ্যামপুর চিনিকল এম ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, রংপুর জেলার একমাত্র প্রাচীন শিল্প প্রতিষ্ঠান মাড়াই স্থগিতকৃত শ্যামপুর সুগার মিলস্ লিঃ কে পুনঃরায চালু করে কর্মসংস্থাপনের একমাত্র অবলম্বনকে ঠিকে রাখার দাবি জানান।