শ্রীপুরে পুর্ব শত্রুতার জেরে ঝুট গুদামে আগুন ৮০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ সেলিম(শ্রীপুর) :

গাজীপুরের শ্রীপুরে পুর্ব শত্রুতার জেরে ঝুট গুদামে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ বাদল মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তিন জনের নাম উল্লেখসহ শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার আনসার রোড় মোড়ে ভুক্তভোগী কামাল উদ্দিন সরকার তার অফিসে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

আসামীরা হলো বাদল মন্ডল (৪০), ফরহাদ মন্ডল (৩৫) এবং নাঈম শেখ (২৫)সহ তাদের সহযোগী অজ্ঞাত ৬ জনকে আসামী করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আভিযোগ করেন মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও অজ্ঞাত কারণে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না। এতে তিনিসহ পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।ভুক্তভোগী কামাল উদ্দিন সরকার সংবাদ সম্মেলনে রিখিত বক্তব্য বলেন, আমি দীর্ঘ ২০ বছর যাবত স্থানীয় রাতুল অ্যাপারেলসে ওয়ার্ক অর্ডার (কার্যাদেশ) পেয়ে ঝুট ব্যবসা করে আসছি। আমার বসতবাড়ীর উত্তর পাশে গুদাম নির্মাণ করে সেখানে ঝুট রাখা হয়। আসামীরা আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে হত্যার হুমকি দিয়ে ঝুট গুদামে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার হুমকি দিয়ে আসছে।

সমপ্রতি গুদাম ঘরের সড়কে ইটবালু ফেলে বন্ধ করে রাখে যাতে আমি মামলাল বের করতে না পারি। এসব ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছি। গত মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর তিনটার দিকে আসামীরা গুদামের চালে ও ভিতরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে গুদামে থাকা ঝুটসহ গার্মেন্টস সামগ্রী পুড়েপ্রায় ৮০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছেপ্রায় পাঁচ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে গুদামে থাকা ঝুট ও গার্মেন্টস সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী তাঁর বক্তব্য আরো বলেন, আসামী বাদল মন্ডল ও তার সহযোগীরা বিগত আওয়ামী সরকারের সময় স্থানীয় আওয়ামীলীগ নেতারপ্রভাব খাটিয়ে আমার কাছ থেকে ব্যাবসা নেয়ার জন্য বিভিন্নভাবে হুমকিপ্রদান করে আসছে। ৫ আগস্টের পর আসামীরা স্থানীয় জনৈক বিএনপি নেতার ছত্রছায়ায় আমার ব্যবসা নেয়ার জন্য বির্ভিন্নভাবে চাপপ্রয়োগ করে। আমি তাতে রাজি না হলে পূর্ব পরিকল্পিতভাবে ঝুট গুদামে আগুন দিয়ে মালামাল পুড়িয়ে ৮০ লাখ টাকা ক্ষয়ক্ষতি করেছে। অভিযুক্ত বাদল মন্ডলের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে বন্ধ থাকায় এসব বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, তদন্ত পূর্বক ঝুট গুদামে আগুন দেয়ার ঘটনায় মামলা রুজু হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ