শ্রীপুরে বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে বসত বাড়িতে ঢুকে গৃহবধূ স্মৃতি রাণী পালকে (২৪) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামের সুনীল পালের মেয়ে। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজারের কামারপট্টি এলাকার নিমাই চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।

নিহত স্মৃতি রাণী পালের স্বামী কাব্য সরকার শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের কেশব চন্দ্র সরকারের ছেলে। বাবার সাথে বনিবনা না হওয়ায় সে স্ত্রী ও সন্তানকে নিয়ে বরমী বাজার কামারপট্টি এলাকায় নিহতের মামা নিমাই চন্দ্রের বাড়ীতে বাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও বরমী বাজার এলাকার লোকজন জানায়,  সোমবার রাত পৌণে ১২ টার দিকে বরমী বাজার কামার পট্টি এলাকার নিমাই চন্দ্রের বাড়ীতে হামলা করে দুর্বৃত্তরা। পরে স্মৃতি রাণী পালের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে আহতাবস্থায় উদ্ধার করে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী শ্রীপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন জানান, রাতে নিমাই চন্দ্রের বাড়িতে চিৎকার শুনে পেরে বাড়ীতে গিয়ে স্মৃতি রাণী পালকে রক্তাক্ত অবস্থায় বারান্দায় পড়ে থাকতে দেখি। আমি ঘটনাস্থল থেকে ভোর ৫ টার দিকে বাসায় এসেছি। মর্মান্তিক এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা বলা যাচ্ছে না।

নিহত স্মৃতি রাণী পালের বাবা সুনীল পাল বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে স্মৃতি সাথে কথা হয়। তার স্বামী সন্ধ্যায় ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানায়। এর কিছুক্ষন পর স্মৃতির স্বামী কাব্য আমাকে ফোনে করে বলে স্মৃতি অসুস্থ হয়ে গেছে। তাকে  শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে। পরে ওই হাসপাতালে গিয়ে স্মৃতির মরদেহ দেখতে পাই।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুদেব চক্রবর্তী বলেন, গৃহবধূ স্মৃতি রাণী পালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার ডান হাতের কব্জির পাশে আঘাতের চিহ্ন রয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর রশিদ বলেন, গৃহবধূ স্মৃতি রাণীর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী কাব্য সরকারকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি দা উদ্ধার করা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *