শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ব্রিজের রেলিংয়ের সাথে মোটরসাইকেলের ধাক্কায় কলেজ ছাত্র দুই বন্ধু নিহত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় উপজেলার গাজীপুর-প্রহলাদপুরের ডুমনী (পাগলা) ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মজিদপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে শাকিল রহমান (১৮) এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৮)। নিহত দুই বন্ধু গাজীপুর বিজিএমইএ কলেজের শিক্ষার্থী ছিলেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শাকিল ও সিয়াম মোটরসাইকেলযোগে গাজীপুর যাচ্ছিল।
প্রহলাদপুর-গাজীপুর সড়কের ডুমনী (পাগলা) স্টিলের ব্রিজে দ্রুত গতিতে ওঠার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এ সময় পড়ে গিয়ে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে আঘাত পেয়ে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হয়। লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।