শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে লিচুর পুষ্টি গুণ, সংগ্রহোত্তর পরিচর্যাসহ নানা বিষয় নিয়ে লিচু উৎসব অনুষ্ঠিত হয়েছে। কেওয়া গাউছিয়া সফি মঞ্জিল লিচু বাগানে অনুষ্ঠিত উৎসবের আয়োজন করেন শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি। আজ শনিবার সকাল ১১টায় সাংবাদিক, লেখক, তরুন শিল্পপতি, রাজনীতিক নাসির উদ্দিন জর্জ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উৎসবে লিচুর পুষ্টিগুণ, লিচু আবাদ, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং পরিচর্যাসহ চাষীদের নানা তথ্য সরবরাহ করা হয়।
লিচুতে এপিকেচিন এবং রুটিন নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট যৌগের অধিকতর উপস্থিতির কথাও এসময় জানানো হয়। এ দুটি যৌগ মানবদেহে গরমকালীন নানা রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরী করে বলে অবহিত করা হয়। এ বছর শ্রীপুরে ৩ হাজার ৬’শ ৫০ মেট্রিক টন লিচু উৎপাদন করে ১৮ কোটি ২০ লাখ টাকার বেশি বিক্রির তথ্য জানানো হয়। উৎসবে লিচু চাষী, বেপারী ও ভোক্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আক্তার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক লেখক ও তরুন শিল্পপতি নাসির উদ্দিন জর্জ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক সাদেক মিয়া,আনিছুর রহমান শামীম, মোক্তার হোসেন,মো: সেলিম শেখ, আব্দুল লতিফ আনসারী, মোফাজ্জল হোসেন,আবু সাঈদ প্রমূখ।