অনলাইন ডেস্ক: শেরপুর জেলার পুলিশ সুপার নাহিদ হাসানের নির্দেশে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় অফিসার ফোর্স সংগিয় অভিযান করে ০৯ জুয়ারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।সোমবার (১৪জুন) গভীর রাতে শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বাজারের একটি সমিতি ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।এ ঘটনায় জুয়ারিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হল ১-বনিউল ইসলাম(২৮),পিতা শাহেদুল্লাহ, ২-দুলদুল আহাম্মেদ(২৭) পিতা-আবু হারেজ,৩-আল-আমিন(৩৮) পিতা-মৃত সামিউল হক ৪-জাকিউল আলম(২৪),পিতা-আনসার আলী, ৫-রাশেদ মিয়া(২৮)পিতা-রেদুয়ান,৬-ফারুখ হোসেন(২৯)পিতা-নুর মোহাম্মদ,৭-আমিনুল ইসলাম(২৮)পিতা-আমির হামজা,৮-রুহুল আমিন(২৭)পিতা-আবু বক্কর, সর্বসাং -বিলবরট,৯-রবিউল মিয়া(২৫)পিতা-বকুল মিয়া সাং-টেঙ্গরপাড়া সর্বথানা শ্রীবরদী,জেলা-শেরপুর। শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন,গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ০৯ জুয়ারিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন,”উনারা সংখ্যায় ছিলেন ৯ জন,, ভায়াডাঙ্গা বাজারে একটি সমিতির ঘরে বসে গভীর রাত্রিতে নিশ্চিন্তে জুয়া খেলছিলেন,, কিন্তু সময়টা তাদের অনুকূলে ছিল না,,, ফলে পুলিশের কাছে পড়লেন ধরা,, মান সম্মানটা এবার গেল,,, এখন শুধু আফসোস আর আফসোস”।
শুক্রবার, ফেব্রুয়ারি ৩
সংবাদ শিরোনাম
- ভালোবাসা দিবসের নাটক “গল্পটা মজনু’র”
- ফকিরহাটে ২০ হাজার টন চাল জব্দ
- বরগুনায় ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে ভ্যাট অফিসের কর্মচারী, কর্মকর্তারা, বিপাকে ব্যবসায়ীরা
- ময়মনসিংহে আলোচিত বাবা-ছেলে খুনের ২৪ ঘন্টায় গ্রেফতার ৪
- গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ
- আইএমএফ ঋণের প্রথম কিস্তি পেল বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন
- মানুষকে বিভ্রান্ত করা রাজনীতির অংশ হতে পারে না: শিক্ষামন্ত্রী