শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেসরকারি সংস্থা আশা’র সাথে ওয়াস উদ্যোক্তাদের লিংকেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার ৩ নং পুল সংলগ্ন এলাকার আশার কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশার জেলা ব্যবস্থাপক মোহাম্মাদ কুতুব মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক ব্যবস্থাপক মো. আকছির মিয়া। অনুষ্ঠানের উদ্দেশ্য বর্ণন ও সামগ্রিক বাজার উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন হোপ ফর দি পুত্তরেষ্ট এর মার্কেট ডেভেলপমেন্ট অফিসার রুহুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হোপ ফর দি পুওরেস্ট ট্রেইনিং অফিসার সাদিয়া আফরীন। অনুষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তাদের ঋণ প্রান্তিতে করণীয় বিষয়ক আলোচনা করা হয়। পরে উদ্যোক্তাদের সহজশর্তে ঋণ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঋণের ক্ষেত্রে আশা সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।