শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শতাধিক চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে “ইনার হুইল ক্লাব শ্রীমঙ্গল।
রোববার (২২ জানুয়ারী) বিকেলে উপজেলার ভ‚নবীর ইউনিয়নের ক্লোনেল চা বাগানে ইনার হুইল ক্লাব শ্রীমঙ্গলের সভাপতি ডাঃ পুষ্পিতা খাস্তগীরের সভাপতিত্বে ও ক্লাবের সাধারন সম্পাদক ইন্দিরা আচার্যের সঞ্চালনায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ সোমা দাশ, ক্লাবের প্রাক্তন সভাপতি দিল আফরোজ, রহিমা বেগম, কাজী সানজিদা আক্তার, বৃষ্টি খান, রুকশানা খানম, সুকন্যা দে, ফারজানা আফরিন ও ক্লোনেল বাগানের ব্যবস্থাপক রনি ভৌমিক প্রমুখ। অনষ্ঠানে শতাধিক শীতার্ত চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।