শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ আগেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ম্যাচেও লঙ্কানদের সহজে হারায় ইংলিশরা। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটালেও অনায়াস জয় তুলে নেয় মরগ্যানরা।কার্ডিফে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী দলের অধিনায়ক কুশল পেরেরা। ব্যাট করতে নেমে দুই ওপেনার ধানুষ্কা গুনাথিলাকা (৩) ও আভিষ্কা ফার্নান্দো (৬) বিদায় নেন দলীয় কুড়ি রানের ভেতর।
এরপর কুশল পেরেরা ২৫ বলে ২১ রান করে বিদায় নিলে বিপাকে পড়ে দল। কুশল মেন্ডিস খেলেন ওয়ানডে মেজাজে ইনিংসের সর্বোচ্চ ৩৯ (৩৯) রান। শেষ দিকে ইশুরু উদানার ১৯ রানে ভর করে ৭ উইকেটে সংগ্রহ করে ১১১ রানেইংল্যান্ডের পক্ষে ২ উইকেট করে নেন মার্ক উড, আদিল রশিদ এবং ১ উইকেট করে নেন স্যাম কারান ও ক্রিস জর্ডান।ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে যেন খেই হারায় ইংলিশ ওপেনার জনি বেইরষ্ট্রো। দ্বিতীয় ওভারে বিনুরা ফার্নাদোর বলে বোল্ড হয়ে ফেরেন শূন্য রানে।দাউইদ মালানও ৪ রানের বেশি করতে পারেননি। মন্থর ম্যাচে এউইন মরগ্যানও ফেরেন ১১ রান করে। দলের বিপর্যয়ে ওপেনার জেসন রয় ১৭ বলে ১৭ রান করে ফেরেন সাজঘরে।১২ ওভারে ৪ উইকেটে ৬৯ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। পুনরায় খেলা শুরুর পর ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৮ ওভারে ১০৩ রান। এই রান তারা তুলে ফেলে ১১ বল বাকি রেখেই।স্যাম বিলিংসের ২৪, লিয়াম লিভিংস্টোনের অপরাজিত ২৯ স্যাম কারানের অপরাজিত ১৬ রানে ভর করে ৫ উইকেটের জয় পেয়ে সিরিজ জিতে নিয়েছে এক ম্যাচ আগেই।শ্রীলঙ্কার পক্ষে ২ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১টি করে উইকেট নেন দুষমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো ও ইশুরু উদানা।