সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
মাসিক কল্যাণ সভায় সবজি ও মৎস্য চাষ সহ জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য পাগলা থানার ওসি রাশেদুজ্জামান রাশেদকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম। গত ২২ জানুয়ারি ২০২৩ ইং তারিখ ময়মনসিংহ জেলা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূইয়া পিপিএম। অনুষ্ঠানে ডিসেম্বর/২২ ইং মাসে বিভিন্ন সফলতা মূলক কাজের জন্য পুলিশ সুপার বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কার প্রদান করেন।
ওসি রাশেদুজ্জামান রাশেদ জানান,আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান।বাবা’র আদর্শকে বুকে ধারন করে মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী’র বিভিন্ন নির্দেশ বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। জমির এক ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে সে লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রীর কথা বাস্তবায়নে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর নির্দেশনায় থানার চত্বরে পতিত জমিতে সবজি, মাছ চাষ সহ ফুলের বাগান করতে নিজেকে বিলিয়ে দেই।
স্যারের সহযোগিতা আমাকে অনুপ্রেরণা যোগান দেয়। থানায় সেবা নিতে আসা মানুষের মনকে প্রফুল্ল করতে থানা চত্বরে সবজি চাষ, মৎস চাষ, ফুলের বাগান করে মনোমুগ্ধকর এক পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছি।পতিত জমি সর্বোচ্চ ব্যবহারের নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই থানার চারপাশে পতিত জমিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।