সোনারগাঁ, নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ঐতিহাসিক প্রাচীন বাংলার রাজধানী বার ভ‚ইয়াদের অন্যতম নেতা ঈশাখার বাড়ী সোনারগাঁ। এই সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এখন জাদুঘর নামে সারা বিশ্বে পরিচিত। এই জাদুঘরের পরিধি বৃদ্ধি করার লক্ষ্যে ঐতিহাসিক পানামনগরের সাথে সংযুক্ত বাগমুছার রাস্তাটি বন্ধ করে দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে এক আদেশ প্রদান করেন।
সেই আদেশ পেয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন এবং রাস্তাটি বন্ধ না করার দবিতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ১নং গেইটের সামনে রাস্তা বন্ধ না করা দাবীতে গতকাল মঙ্গলবার দুপুরবেলা স্থানীয়রা একত্রিত হয়ে এই মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, এই রাস্তাটি ব্যবহার করেন পানাম নগর, বাগমুছা, খাগুটিয়া, লাহাপাড়া ও কৃঞ্চপুরাসহ ৫/৬ টি গ্রামের প্রায় তিন হাজার স্থায়ী জনবসতি।
সাধারণ লোকজন ও স্কুল, মাদ্রাসায় পড়–য়া সকল ছাত্র-ছাত্রী। বিধায় রাস্তাটি বন্ধ না করার জন্য অনুরোধ করেন। এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বিহী কর্মকর্তা ও সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছেন এবং সংস্কৃতি মন্ত্রণালয়েও চিঠি দিয়ে অবহিত করেন।