একেএম, রুহুল আমীন স্বপন স্টাফ রিপোর্টার : সরকারি নির্দেশনা মেনে ইতি পূর্বেই সারা বাংলাদেশে স্কুল কলেজ সীমিত আকারে চালু করেছে,সরকার নির্দেশিত স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান। তেমনি একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খিলক্ষেত, নিকুন্জের জান-ই আলম সরকার স্কুল। স্কুল গেটে দাড়িয়ে ম্যাডাম রোজিনা ছাত্রীদের প্রথমে টেম্পারেচার মাপছেন।পরে সিনিয়র শিক্ষক হারুন স্যার হ্যাড সেনিটেরাইজ করিয়ে বুঝিয়ে দিচ্ছেন এবং ছাত্রীর তা সঠিক ভাবে পালন করছেন। এই করোনা মহামারি তে সবাই কে সচেতন হতে হবে।
ক্লাস রুমে সুন্দর পরিবেশে ১ বেঞ্চে ২ জন করে ৩ ফিট দূরত্ব বজায় রেখে শিক্ষকরা পাঠদান করছেন। স্কুল ক্যাম্পাসে ঢুকলে চোখে পরে হ্যান্ড সেনিটেরাইজিং বুথ, সকল ছাত্র /ছাত্রীরা তাদের ব্যবহার কৃত পূরাতন মাস্ক ডাস্টবিনে ফেলে স্কুল কতৃপক্ষের ছাত্রলীগের দেয়া বুথ থেকে নুতন মাস্ক পরিধান করে ক্লাসে হাজির হচ্ছে।এটা স্কুল কতৃপক্ষের অসাধারণ উদ্যোগ। নবম শ্রেণির এক ছাত্রী অলিয়া নাসরা রিদ্ধর সাথে কথা বলে জানতে পারলাম, ১৮ মাস পরে স্কুলে এসে তাদের কি যে ভালো লাগছে তা বলে প্রকাশ করতে পারছে না।
তবে সে আরো বলেছে সরকার যদি দ্রুত ১২ বছর বয়সের উপর যাদের বয়স এবং স্কুলে পরে তাদের জন্য জরুরী ভিত্তিতে কোভিড-১৯ এর টিকাটার বিষয়ে গভীর মনোনিবেশ করেন। সে ধন্যবাদ দিয়েছেন মাননীয় শিক্ষা মন্ত্রী ও প্রধানমন্ত্রী কে। আমরা ও আশাবাদী জরুরী ভিত্তিতে কোভিড-১৯ এর টিকা ১২ বছরের শিশুদের মধ্যে দেয়ার অনুমোদন(WHO) টার দিকে বেশী গুরুত্ব দেয়।