মানিকগঞ্জ প্রতিনিধি
করোনাভাইরাসের সংক্রমণরোধে সাত জেলায় শুরু হয়েছে কঠোর লকডাউন। এরই ধারাবাহিকতায় লকডাউন বাস্তবায়নে
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (২২ জুন) সকাল ও দুপুরে লকডাউন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার ব্যস্ততম ঘিওর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও মানুষের চলাচল ছিল সীমিত। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কোনো যানবাহন চলাচল করতে দেয়নি পুলিশ। ভোর ৬ টা থেকে জরুরি সেবা ছাড়া এলাকায় দূরপাল্লা কিংবা অভ্যন্তরীণ যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ ছিল। তবে দুপুরের পর এ দৃশ্যের কিছুটা পরিবর্তন ঘটে। ঘিওর থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন (বিপ্লব) এর নেতৃত্বে চারটি মোবাইল হোন্ডা পার্টি, একটি কিলো সিক্স পার্টিসহ থানার অন্যান্য সদস্যরা মাঠ পর্যায়ে একযোগে কাজ করে যাচ্ছেন। স্বাভাবিক সময়ের মতো হ্যালোবাইক, রিকশা বা সিএনজিচালিত অটোরিকশা সড়কে দেখা যায়নি। তবে যেসব পণ্য পরিবহন জরুরি সেবার আওতাভুক্ত রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়াও লকডাউনে যারা মাস্ক ছাড়া বাইরে বের হয়েছেন তাদের মাঝে মাস্ক বিতরণ করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।