সরিষাবাড়ী, জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে স্বাধীনতা বিরোধী জামায়াত -বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ। বুধবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার শিমলা বাজার, থানা মোড় হয়ে সরিষাবাড়ী বাসষ্টেশনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি জুয়েল রানা জিতুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর সুরুজ্জামান, সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান দুখু, অর্থ সম্পাদক শাহিনুর রহমান, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কেএম সোহেল রানা, সরিষাবাড়ী মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক নাঈমুর রহমান দূর্জয়, ছাত্রলীগ নেতা শরিফ আহাম্মেদ নীরব, রাজন আহাম্মেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিএনপি জনসভার নাম করে আবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। আবার মানুষকে পুড়িয়ে মারতে চায়, গাড়ি ভাঙচুর করতে চায়। তারা জনজীবনে বিপত্তি ঘটাতে চায়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশকে নিয়ে গভির ষড়যন্ত্র করছে বিএনপি। মিটিং এর নামে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টায় তারা আছে জামাত বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালে আমাদের দলের নেতাকর্মী ও দেশের মানুষকে সাথে নিয়ে তাদের দাতভাঙ্গা জবাব দেয়া হবে।