শাহিন চৌধুরী : ঢাকায় কর্মরত ডিডিজেএফ এর উদ্যোগে শতাধিক পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে উদযাপিত হয়েছে হাওড় উৎসব। ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের আয়োজনে গত শনিবার কিশোরগঞ্জের মিঠামইন-করিমগঞ্জ হাওড়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানায়, উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ইঞ্জিনচালিতযানে এশিয়ার দীর্ঘতম হাওড় পাড়িদেয়া ও নানা প্রকার মিঠাপানির দেশীয় তাজা মাছের খাবার, মিঠামইন শহরে রাষ্ট্রপতি আবদুল হামিদের স্মৃতি বিজড়িত পৈত্রিক বাড়ি প্রদর্শন,
মিঠামইন-অষ্টগ্রাম-ইটনা সংযোগস্থলে দৃষ্টিনন্দিত সড়ক, হাওরে জেলেদের মাছ ধরা দারুন দৃশ্য , দক্ষিণ ও পুবাকাশে কালোমেঘের হাতছানি, পূবাকাশে রংধনুর ঝলমলানো উঁকি, মনজুড়ানো বাতাসের সাথে হাওড়ের আঁচড়ে পড়া ঢেউ আকাশে রংধণু পেখম মেলেছিলো সাতটি রঙদিয়ে,এ যেন প্রকৃতির সাথে মিশে যাওয়া। অনুষ্ঠানে তরুণ কণ্ঠশিল্পী এসএম সোহেল, মেহেরুন আশরাফ, মবিন চেয়ারম্যানের সুরেলা হৃদয়কাড়া গান ও বাদ্যের তালে তালে নেচে গেয়ে হই উল্লাসের অনুষ্ঠান শেষ পর্যন্ত সাংবাদিকরা খুব আনন্দের সাথে উপভোগ করেছেন। হাওড় বিলাস এর অন্যতম আয়োজক ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম কচি বলেন সহকর্মী সাংবাদিকদের নিয়ে এমন একটি অনুষ্ঠান আয়োজন সত্যিই খুব আনন্দের ছিলো। আনন্দই একজন মানুষের মনের খোরাক। সহকর্মীদের মাঝে হৃদ্যতা ও ঐক্য ধরে রাখতে এমন অনুষ্ঠান ভূমিকা রাখতে পারে। এছাড়া, নিজেকে উৎসাহ দিতে ও মনকে ভাল রাখতে প্রত্যেককেই মাঝে মাঝে এমন আনন্দ-উৎসবে যাওয়া উচিত।
উৎসবে ভোজন বিলাস এর স্পন্সরে ছিলেন তাড়াইল উপজেলার ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন তিনি সকাল থেকে সন্ধ্যা পেরিয়ে গেলেও তার মধ্যে কোন রকম ক্লান্তির ছোঁয়া দেখা যায়নি, তিনি একজন সাধারণ মানুষের মতোই সকল সাংবাদিকদের নিজ হাতে খাবার পরিবেশন করেছেন সত্যি একজন চেয়ারম্যান যে এতো সাংবাদিক বন্দু হয় তা প্রমান করে দিলেন।হাওড় বিলাস উৎসবে সঙ্গী হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ।
এছাড়া, সাংবাদিকদের এই উৎসবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এম এ কুদ্দুস, কোষাধ্যক্ষ আশরাফুল আলম, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, নির্বাহী সদস্য ইব্রাহিম খলিল খোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য মো: শাখাওয়াত হোসেন মুকুল, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হাসান কাজল, তথ্য ও প্রচার সম্পাদক এম শিমুল খান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান অপূর্ব ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এস এম বাবুল হোসেন।