পাথরঘাটা, বরগুনা প্রতিনিধি :
বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের সাথে পাথরঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময়ে নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল-মুজাহিদকে পাথরঘাটা প্রেসক্লাবের পক্ষথেকে ফুলের তোড়া দিয়ে বরণকরা হয়। পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোঃ ফারুক এর সভাপত্বিত্বে, সাধারণ সম্পাদক জাফর ইকবাল এর উপস্থাপনায় ১১ গতকাল শনিবার সকাল ১০ টায় পাথরঘাটা প্রেসক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল-মুজাহিদ। এসময়ে প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকগণ বক্তব্যের মাধ্যমে পাথরঘাটার বিভিন্ন সমস্যার কথা তুলেধরলে নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল-মুজাহিদ সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন আপনারা সাংবাদিকরা আমার সহকর্মী, আপনারা জাতির দর্পণ। আপনারা সমাজের ভাল মন্দ সকল বিষয় মিডিয়ার মাধ্যমে তুলেধরে আমাদের সহকর্মীর দায়িত্ব পালন করেন। তিনি বলেন সমাজের সকল অপরাধ নির্মুলে আপনারা আমাকে সহযোগিতা করবেন। এসময়ে প্রেসক্লাবের সভাপতি,সম্পাদকসহ সকল সাংবাদিকরা বলেন বিগত দিনে পাথরঘাটা প্রেসক্লাব সকল ভাল কাজের সহযোহিতা করে আসছে এবং ভবিষ্যতেও এদ্বারা অব্যাহত থাকবে।