বগুড়া প্রতিনিধি
দৈনিক আমাদের কন্ঠের বগুড়া প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ এর মা আবেদা বেগম (৮৭) ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শারীরিক অসুখে দীর্ঘ দিন শয্যাশায়ী থাকা অবস্থায় শুক্রবার সকাল আনুমানিক ৮টায় তিনি নিজ বাসভবনে ইন্তিকাল করেন। বাদ আছর বগুড়ার সোনাতলা উপজেলার শালিখা গ্রামে দুই দফা জানাযা শেষে তাকে পারিবরিক গোরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক মন্ডল, জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডোনিস বাবু, কোচিং এসোসিয়েশন বগুড়ার নেতৃবৃন্দ,নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।
সাংবাদিক নেতা আব্দুল ওয়াদুদের মায়ের ইন্তিকালে শোক জানিয়েছেন স্হানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, দৈনিক সাতমাথা’র সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন, সহকারি সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, নির্বাহী সম্পাদক অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, বার্তা সম্পাদক এফ শাহজাহান, সাবেক নির্বাহী সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াহাব, সেলিম রেজা, সাবেক জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান আকন্দ, জেনারেল ম্যানেজার মোস্তফা মোঘল সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি মীর্জা সেলিম রেজা ও সাধারন সম্পাদক গণেশ দাস। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।