বিরল, দিনাজপুর প্রতিনিধি
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং- রাজ-২৯৩৬) ৭ম বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দিনের শুরুতে দিনাজপুর স্টেশন রোডস্থ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং- রাজ-২৯৩৬) এর অস্থায়ী কার্যালয়ে মরহুম সাংবাদিকদের রুহের মাগফেরাত, সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীর মুক্তি ও অসুস্থ্য সাংবাদিকদের সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে বিরল উপজেলার চঞ্চল রির্সোট এ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং-২৯৩৬) এর প্রতিষ্ঠাতা সভাপতি জি,এম হিরুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন. সাদাকাত আলী, তাজুল ইসলাম, কোরবান আলী সোহেল, সিকান্দার আলী কাবুল, মতিয়ার রহমান, বেলাল হোসেন রাজু, মনিরুজ্জামান বাবলা, সুধীর চক্রবর্তী ছোটন, কাওসার আলী, আহসান হাবিব, আনোয়ারু ইসলাম, মোয়াজ্জেম হোসেন, হারুনুর রশীদ, পিয়াল, রাকিবুল ইসলাম, দেলেঅয়ার হোসেন, রুবেল সরকার, সায়েম প্রমুখও। মত বিনিময় সভায় বক্তারা বলেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর- এর সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিসহ সংগঠনকে আরও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সকল সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। আলোাচনা সভা শেষে উপস্থিত সকল সদস্যদের বিরলের মহাজন বাড়ী নামক এক হোটেলে মধ্যাহ্ন ভোজ শেষে দিনব্যাপী কর্মসুচির সমাপ্ত ঘটে।