শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। শুক্রবার হোম অব ক্রিকেটে লঙ্কাকে হোয়াইটওয়াশ করার মিশনে মাঠে নামছে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। এ ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লঙ্কানদের এক উইকেট তুলে নিতে পারলেই দুই রেকর্ডের মালিক বনে যাবেন।
এ সিরিজে ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না সাকিব। সিরিজের দুই ম্যাচে করেছেন মাত্র ১৫ রান। বল হাতে দুই ম্যাচে তুলে নিয়েছেন ৩ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে ২৫ মে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক ও পেসার মাশরাফির সঙ্গে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
ওয়ানডেতে মাশরাফি ও সাকিব দুজনের সংগ্রহেই রয়েছে সমান ২৬৯টি করে উইকেট। চলতি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ মাশরাফিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে। মাশরাফি তার ওয়ানডে ক্যারিয়ারে ২১১টি ম্যাচ খেলেছেন। আর সাকিবের নামের পাশে আছে ২১৮টি ম্যাচ।
অন্যদিকে সিরিজের শেষ ম্যাচের ভেন্যু মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আর মাত্র ১টি উইকেট পেলে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাবেন সাকিব। পাকিস্তানের সাবেক অধিনায়ক শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচ খেলে ১২২ উইকেট নিয়েছেন। আর সাকিব মিরপুরে ৮৪ ম্যাচে নিয়েছেন তার সমান উইকেট। আজ এই দুই কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে পারবেন সাকিব।