পাথরঘাটা, বরগুনা প্রতিনিধি : বঙ্গোপসাগরে এফবি বিলকিস নামের একটি মাছধরা ট্রলার ২৪ জন জেলেসহ ১৮ জুন শুক্রবার সকাল ছয়টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ২শ’ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ডুবে যায়। ডুবে যাওয়ার ৪ ঘণ্টা পর ২১জেলে উদ্ধার হলেও অপর তিন জেলে গত ১দিনেও উদ্ধার হয়নি। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে হাইরের চর এলাকায় এফবি বিলকিস ট্রলারে মাছ ধরছিলেন জেলেরা। শুক্রবার সকাল ছয়টার দিকে হঠাৎ প্রচÐ ঝড়ে ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় ওই ট্রলারে ২৪ জন জেলে ছিলেন। তাদের মধ্যে ২১ জেলেকে ৪ ঘন্টা পর ওই এলাকার একটি ট্রলারে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও অপর তিন জেলেকে গত ১দিনেও উদ্ধার করা যায়নি। নিখোঁজ ওই জেলেরা হলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলার সুবর্ণচর এলাকার আলমগীর হোসেন (৩৫) ও ওই একই এলাকার রিয়াজ হোসেন (২০) এবং বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামের বাসিন্দা ও ওই ট্রলারের মিস্ত্রি মো. কালাম মিয়া (৪০)। এ ব্যাপারে কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বলেন, নিখোঁজ তিন জেলে উদ্ধারে পাথরঘাটা কোস্টগার্ড ও নিদ্রা-সকিনা কোস্টগার্ড পৃথকভাবে অভিযান অব্যাহত রেখেছে।